ভালভে ছিদ্র

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কোথাও গ্যাস নেই

প্রকাশ: এপ্রিল ০৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কোথাও গ্যাস নেই বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাসের ভালভে ছিদ্র শনাক্ত হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে এ পরিস্থিতি তৈরি হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্দিরগঞ্জ- গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ থাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। ভালভ প্রতিস্থাপনের জন্য সমগ্র নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথা শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫