ঈদের নাটক ‘কাপল অব দ্য সিটি’

প্রকাশ: এপ্রিল ০৬, ২০২১

ফিচার প্রতিবেদক

কিছুটা অস্থির সময়ে নবদম্পতি ঘুরে বেড়াচ্ছেন শহরে। তাদের কাছে শহরে ঘুরে বেড়ানোর আনন্দই মুখ্য হওয়ার কথা। কিন্তু তাদের আনন্দ কিছুটা ব্যতিক্রম। হওয়ারই তো কথা, কারণ সময়টা যে বেশ অস্থির। চারদিকে সব মানুষ হাঁপিয়ে উঠেছে। এসব দেখে কে স্থির থাকতে পারে বলুনু দেখি! সময়ের এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক কাপল অব দ্য সিটি

যেখানে সদ্য বিবাহিত এক দম্পতি অস্থির সময়ে বিয়ে করেছেন। বিয়ের আনন্দে ভাটা পড়েছে অস্থিরতায়। এমন পরিস্থিতিতে কিছুটা স্থির হতেই তাদের নানা আয়োজন। কী সেই আয়োজন?

বণিক বার্তা থেকে জানতে চাইলে নির্মাতা বলেন, আয়োজন এখনই জানাতে চাই না। বাকিটা নাটকটি মুক্তি পেলে জানতে পারবে দর্শকরা। নাটকটির নির্মাতা প্রীতি দত্ত।

নির্মাতা প্রীতি নিজেই লিখেছেন নাটকের গল্প। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ রাফিয়াথ রশিদ মিথিলাসহ আরো অনেকেই। আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মিত নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে সম্প্রতি। বেসরকারি চ্যানেল আরটিভিতে ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে এটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫