টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২১

ক্রীড়া প্রতিবেদক

একুশ বছর আগে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তিতে আনন্দে মাতোয়ারা হয়েছিল গোটা জাতি। দুই দশক পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য আরেকটি আনন্দ গৌরবের দিন। টেস্ট মর্যাদা পেল বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় বেশকিছু সিদ্ধান্ত নেয়, যার মধ্যে অন্যতম বাংলাদেশ নারী দলকে টেস্ট মর্যাদা প্রদান। বাংলাদেশের সঙ্গে টেস্ট মর্যাদা পেয়েছে আফগানিস্তান জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলও।

এখন থেকে আইসিসির পূর্ণ সদস্য সবকটি নারী দেশকেই স্থায়ীভাবে টেস্ট ওয়ানডে মর্যাদা প্রদান করা হবে। এছাড়া ২০২২ সালে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের টি২০ ম্যাচগুলোকেও আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে আইসিসি।

অর্জনে আনন্দিত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি আনন্দের খবর। টেস্ট স্ট্যাটাসের মধ্য দিয়ে আমাদের নারী ক্রিকেট দল পূর্ণতা পেয়েছে। সত্যি কথা বলতে কি, টেস্ট প্লেয়ার হিসেবে ভাবতে আমাদের অনুভূতিই অন্যরকম হয়ে যায়। টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমরা আমাদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানালেন, বছরই অভিষেক টেস্ট খেলতে পারে নারী দল। তার কথায়, বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদানের সিদ্ধান্ত নেয়া হলেও এখনো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বছর টেস্ট খেলার আশা আছে। বাকি দলগুলোর মতো এখন আমরাও তিন ফরম্যাটের জন্যই আমাদের দল তৈরি করব।

এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১০টি দেশভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে আয়ারল্যান্ড নেদারল্যান্ডস আইসিসির সহযোগী সদস্য দেশ হয়ে টেস্ট মর্যাদা পেয়েছে। 

২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্য দেশের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল, যার মধ্য দিয়ে আসে টেস্ট মর্যাদা। ২১ বছর পর বাংলাদেশের নারীরাও ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে খেলার অনুমোদন পেল। ২০১১ সালের ২৪ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে উইকেটে হারিয়ে ওয়ানডে মর্যাদা পেয়েছিল বাংলাদেশের নারীরা। এবার তারা পেল টেস্ট মর্যাদা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫