নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি

অভিনন্দন জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক

টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। গতকাল এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের গর্বের। এটি আমাদের জন্য এক অসাধারণ অর্জন। মুজিব বর্ষে নারী ক্রিকেটারদের সাফল্য বিশ্বব্যাপী বাঙালি নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী সর্বদাই নারী খেলোয়াড়দের উৎসাহ, সার্বিক সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে।

উল্লেখ্য, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টেস্ট স্ট্যাটাস প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫