আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

প্রকাশ: এপ্রিল ০২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ এপ্রিল পালিত হবে ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২১ কভিড-১৯ মহামারীকালীন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির কর্মক্ষেত্র নিরাপত্তার বিষয় বিবেচনা করে চলতি বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মহামারী-উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ করোনা মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালন করা হবে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এবারের প্রতিপাদ্য মহামারী-উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

উল্লেখ্য, মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় চলতি অর্থবছর অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন দুই হাজার পাঁচশ ব্যক্তির প্রত্যেককে চিকিৎসা অনুদান বাবদ ১০ হাজার টাকা করে প্রদান করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫