বিআইডিএসের ডিজির দায়িত্বে ড. বিনায়ক সেন

প্রকাশ: এপ্রিল ০২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন সংস্থাটির সাবেক গবেষণা পরিচালক . বিনায়ক সেন। তিনি . কেএএস মুরশিদের স্থলাভিষিক্ত হলেন। গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন . বিনায়ক সেন।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিয়োগে সম্প্রতি বাছাই কমিটি গঠন করা হয়। কমিটি চূড়ান্ত সুপারিশের পরিপ্রেক্ষিতে বিআইডিএস বোর্ড . বিনায়ক সেনকে চূড়ান্ত অনুমোদন দেয়। গত ৩১ মার্চ দুই মেয়াদে ছয় বছরের মহাপরিচালকের দায়িত্ব পালন পূর্ণ করেন . কেএএস মুরশিদ। তার কাছ থেকেই দায়িত্ব নিয়েছেন . বিনায়ক সেন।

. বিনায়ক সেন ১৯৮২ সালে রাশিয়ার মস্কো লমনোসভ স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স ১৯৮৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৬ সালের সেপ্টেম্বরে বিআইডিএসে যোগ দেন তিনি। সামষ্টিক অর্থনীতির নানা বিষয় ছাড়াও দারিদ্র্যের গতিপ্রকৃতির নানা বিষয়ে গবেষণা করেন তিনি। বাংলাদেশের দারিদ্র্য নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাগুলো তিনি করেছেন। তার দারিদ্র্যসংক্রান্ত গবেষণা ফলাফলের ওপর ভিত্তি করেই দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ হয়েছে। এছাড়া আয়বৈষম্য মানব উন্নয়ন, শ্রমবাজার, সামাজিক সুরক্ষা, সুশাসন, রাজনৈতিক অর্থনীতি বিষয় ছাড়াও আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা রয়েছে . বিনায়ক সেনের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫