২৬ লাখ মার্সিডিজ বেঞ্জ তুলে নেবে ডেইমলার

প্রকাশ: মার্চ ১৪, ২০২১

চীনে ২৬ লাখ ইউনিট মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাজার থেকে তুলে নেয়া হবে। সফটওয়্যার ত্রুটির কারণে গাড়িগুলো তুলে নেবে জার্মান বিলাসবহুল গাড়ির প্রস্তুতকারক ডেইমলার। শুক্রবার চীনের রাজ্য প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, যানবাহন দুর্ঘটনায় পড়লে গাড়িটির সঠিক অবস্থান নির্ণয়ে ব্যর্থ হতে পারে সফটওয়্যার। তবে গাড়ি তুলে নেয়ার বিষয়ে ডেইমলার কোনো মন্তব্য করেনি। গত মাসে মার্সিডিজ বেঞ্জ ইউএসএ জানিয়েছিল, একই সমস্যার কারণে তারা ২০১৬ সাল থেকে বিক্রি করা ১২ লাখ ৯০ হাজার গাড়ি বাজার থেকে তুলে নিয়েছিল। রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫