আইডিয়া’র সেমিনারে বক্তারা

প্রায় প্রতিটি সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে

প্রকাশ: মার্চ ০৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হয় একটি বিশেষ সেমিনার। উদ্যোক্তা উন্নয়নে নারীর ভূমিকা-প্রতিবন্ধকতা সম্ভাবনা শীর্ষক সেমিনারটির আয়োজন করে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প আইডিয়া। সেমিনারে বক্তারা বলেন, প্রায় প্রতিটি সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ। সেমিনারটিতে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) পার্থপ্রতিম দেব, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) রীনা পারভীন অতিরিক্ত সচিব (অর্গানাইজেশনাল সাপোর্ট অ্যান্ড ইনোভেশন অনুবিভাগ) সানজিদা সোবহান এনডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের অধ্যাপক লাফিফা জামাল এবং উইমেন অ্যান্ড -কমার্স ফোরাম-উইর সভাপতি নাসিমা আক্তার নিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। আলোচনায় স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি কি-নোট উপস্থাপন করেন আইডিয়া প্রকল্পের উপপরিচালক সরকারের উপসচিব কাজী হোসনে আরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫