শ্রীলংকা সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

প্রকাশ: মার্চ ০৯, ২০২১

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি শ্রীলংকা সফর শেষে গতকাল দেশে ফিরেছেন।

শ্রীলংকা সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান শ্রীলংকা বিমানবাহিনীর ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সফরের অংশ হিসেবে তিনি শ্রীলংকা বিমানবাহিনী ঘাঁটি কাতুনায়াকে অনুষ্ঠিত একটি পতাকা প্রদান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে শ্রীলংকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে প্রধান অতিথি ছিলেন। শ্রীলংকা অবস্থানকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নামক বইটি শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, শ্রীলংকার প্রতিরক্ষা সচিব জেনারেল (অব.) জিডিএইচ কামাল গুনারত্নে এবং শ্রীলংকা বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এসকে পাথিরানাকে উপহার হিসেবে প্রদান করেন।

সফরের অংশ হিসেবে তিনি শ্রীলংকার প্রধানমন্ত্রী, প্যাসিফিক এয়ার ফোর্সেস কমান্ডার জেনারেল কেনেথ এস উইলসবাখ শ্রীলংকার প্রতিরক্ষা সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫