ফ্রি কিডনি ক্যাম্প করবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ

প্রকাশ: মার্চ ০৯, ২০২১

১১ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) আয়োজন করেছে ফ্রি কিডনি ক্যাম্প এতে স্বনামধন্য নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট ভাসকুলার সার্জনরা বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেবেন। ১১ মার্চ সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতাল ক্যাম্পাসে (মহাখালী ফ্লাইওভার-সংলগ্ন) ক্যাম্প চলবে। রোগীদের বিনা মূল্যে কিডনি-বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেবেন ইউরোলজিস্ট মেজর জেনারেল প্রফেসর ডা. মো. শহীদুল ইসলাম, কিডনি রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডা. আহমেদ শরীফ, সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. মাকসুদা বেগম মনি কার্ডিওভাসকুলার সার্জন ডা. কাজী নুরুল হাসান।

ক্যাম্পে আসা রোগীরা সেদিন হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় পাবেন। রেজিস্ট্রেশনের জন্য কল করতে হবে ০৯৬০৬ ১১১ ২২২ ০১৮৪১ ৪৮০ ০০০ নম্বরে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫