আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ: মার্চ ০৯, ২০২১

বণিক বার্তা ডেস্ক

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন অসমতার বিশ্ব পতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল দিবসটি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

জয়পুরহাট: জেলা প্রশাসন মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট- আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রমুখ।

হিলি: হাকিমপুর উপজেলা প্রশাসন মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ওসি ফেরদৌস ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ।

ঝিনাইদহ: শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে মানবাধিকার ফোরাম, এইডের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবেলা প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা। সময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুর: জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন জাতীয় মহিলা সংস্থা এবং মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল গাফফার প্রমুখ।

নওগাঁ: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা: সেখানে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর- আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবী। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোসনা দত্ত, ফরিদা আক্তার বিউটি, খুরশিদ জাহান শিলা প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫