দেশে করোনা মহামারীর এক বছর

সংক্রমণ শনাক্ত সাড়ে ৫ লাখেরও বেশি

প্রকাশ: মার্চ ০৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আজ মার্চ। বাংলাদেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের এক বছর পূর্ণ হলো। গত বছর এই দিনে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বছর ঘুরতে না ঘুরতে ভাইরাসটি প্রতিরোধে টিকার যুগে প্রবেশ করলেও গতকাল পর্যন্ত দেশে সংক্রামক ব্যাধিতে হাজার ৪৬২ জন মারা গেছেন। সময় দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে জুলাই একদিনে সর্বোচ্চ হাজার ১৯ জন কভিড-১৯ পজিটিভ হন এবং ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বে সংক্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম এবং মৃত্যুর তালিকায় ৩৯তম। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর গত বছর ১১ জানুয়ারি বিশ্বে প্রথম করোনায় মারা যান ৬১ বছর বয়সী এক চীনা নাগরিক। দুই মাসের মধ্যে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

এক বছর ধরে দেশে আলোচনার শীর্ষে ছিল স্বাস্থ্য খাত। অনিয়ম, দুর্নীতি, লুটপাট স্বজনপ্রীতির নানা ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে। করোনা পরীক্ষার নমুনায় জালিয়াতি, মাস্ক দুর্নীতি, চিকিৎসা খাতে অবকাঠামো নির্মাণ ক্রয়ে অনিয়ম ছিল সংবাদ শিরোনাম। অব্যবস্থাপনার জন্যই প্রথম দিকে করোনা নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা।

গতকাল পর্যন্ত মারা যাওয়া হাজার ৪৬২ জনের মধ্যে হাজার ৩৯৭ জন পুরুষ হাজার ৬৫ জন নারী।

এদিকে গতকাল দেশব্যাপী টিকা কার্যক্রমের ২৪তম দিনে লাখ হাজার ২০০ মানুষ করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন। পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫