আ.লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটি

সদস্য মনোনীত হলেন শিল্পপতি মুজিবুর রহমান

প্রকাশ: মার্চ ০৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির (২০১৯-২২) সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সংগঠক মুজিবুর রহমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি অনুমোদন করেন। গুরুত্বপূর্ণ উপকমিটির চেয়ারম্যান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কাজী আকরাম উদ্দিন আহমদ সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান।

মুজিবুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে। ১৯৬৮ সালে তার জন্ম। ১৯৮৪ সালে স্কুলজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ শিবিরের দখলে যাওয়ার পর চকবাজার এলাকায় বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব গড়ে তোলার মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেয়ার কাজে নিবেদিত হন। চট্টগ্রামে উচ্চ মাধ্যমিক পাঠ শেষ করার পর যুক্তরাষ্ট্র থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে পিতার ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫