পদন্নোতি পেয়ে উপসচিব হলেন ৩৩৭ কর্মকর্তা

প্রকাশ: মার্চ ০৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

জনপ্রশাসনে একসঙ্গে ৩৩৭ জন কর্মকর্তাকে জ্যেষ্ঠ সহকারী সচিবকে পদন্নোতি দিয়ে উপসচিব করেছে সরকার। আজ রবিবার তাদের পদন্নোতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকরিরত ১৫ জন কর্মকর্তাকে এ পদোন্নতি দেয়ার কথা জানানো হয়।

একই কর্মকর্তার স্বাক্ষরে অন্য প্রজ্ঞাপনটিতে ৩২২ জনকে পদন্নোতি দেয়া হয়।

পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে বলেও জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫