ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৬

প্রকাশ: মার্চ ০৭, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুষ্ঠান চলাকালে দুটি পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই থেকে আড়াইশ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন রাসেল, সুমন, হৃদয় খান, সালাউদ্দিন, রবিন ও কাইয়ুম। এদের সবার বাড়ি তেতৈয়া গ্রামে। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূইয়া জানান, সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতারকৃতদের শনাক্ত করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত ৫ মার্চ জেলার কসবায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রীর উপস্থিতিতে আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুজনের সমর্থকদের মধ্যে 

সংঘর্ষ হয়। এ সময় ২০টি মোটর সাইকেল ভাংচুরসহ অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি দোকানপাট ও মার্কেটে ভাংচুর চালানো হয়। 

পরে মন্ত্রী ক্ষুব্ধ হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে তার বাড়ি কসবার পানিয়ারুপ গ্রামে চলে যান। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ও ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫