৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক

প্রকাশ: মার্চ ০৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পারপেচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধন হিসেবে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ব্যাসেল-থ্রির শর্ত প্রতিপালনের লক্ষ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সব ধরনের বিধিবিধান পরিপালন সাপেক্ষ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

পূবালী ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থগিত থাকা এজেন্ডা (পরিচালক নির্বাচন/পুনর্নির্বাচন) নিয়ে পর্যালোচনা সম্পন্ন করার অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ আগামী ১৮ মার্চ সকাল সাড়ে ১০টায় এজিএমের অমীমাংসিত বিষয়গুলোর পর্যালোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূবালী ব্যাংকের মিলনায়তনে সশরীরে উপস্থিত থাকার

পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও এজিএমে অংশ নেয়া যাবে। উল্লেখ্য, ব্যাংকটির ৩৭তম এজিএমের আগের অংশ অনুষ্ঠিত হয় গত বছরের ৩০ জুলাই। এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল জুলাই।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পূবালী ব্যাংক। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৫৩ পয়সা (পুনর্মূল্যায়িত) সে বছরের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ২৫ পয়সা।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের সম্মিলিত ইপিএস হয়েছে টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৭২ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ টাকা ২১ পয়সা।

২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল পূবালী ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৭ হিসাব বছরে শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫