ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের

প্রকাশ: মার্চ ০৭, ২০২১

বণিক বার্তা ডেস্ক

উন্নত টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, সিউলের দক্ষিণের অঞ্চলে সুওনে চালানো পরীক্ষায় সেকেন্ডে .২৩ গিগাবাইটস ডাউনলোড গতি পেয়েছে স্যামসাং। গতিতে গ্যালাক্সি এস২০ প্লাস স্মার্টফোন দিয়ে একটি ফুল এইচডি সিনেমা ডাউনলোড করা যাবে মাত্র সেকেন্ডে, এমন দাবি প্রতিষ্ঠানটির। প্রযুক্তিতে ৫জি এবং ৪জি উভয় এলটিই বেইজ স্টেশন ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এতে ব্যবহার করা হয়েছে -ইউটিআরএএন নিউ রেডিও ডুয়াল কানেক্টিভিটি (এন-ডিসি) প্রযুক্তি, যা মোবাইল অপারেটরদের ৫জি গতি পেতে ৪জি থেকে গতি বাড়িয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এমএমওয়েভ- ৪০ মেগাহার্টজ ৪জি ফ্রিকোয়েন্সি এবং ৮০০ মেগাহার্টজ ৫জি ফ্রিকোয়েন্সি একত্র করতে সক্ষম হয়েছেন তারা।

দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি চিপসেট এবং রেডিওসহ এন্ড-টু-এন্ড ৫জি সেবা দেয়ার ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশগুলোর টেলিযোগাযোগ অপারেটরের সঙ্গে ৫জি নেটওয়ার্ক সামগ্রী সরবরাহের চুক্তি করেছে স্যামসাং।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫