ঝালকাঠিতে নির্মাণাধীন মডেল মসজিদে ফাটল

প্রকাশ: মার্চ ০৬, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্মাণাধীন মডেল মসজিদে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকালে মূল মসজিদের মিনার অংশে ফাটল দেখা দেয়।

জানা গেছেরাজাপুরে ২০১৮ সালের শেষ দিকে খান বিল্ডার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদের নির্মাণকাজ শুরু করে।

সম্প্রতি স্থানীয় কয়েকজন বাসিন্দা মসজিদের মিনার অংশের চারদিকের দেয়ালে ফাটল দেখতে পান। তাদের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে মডেল মসজিদের নির্মাণকাজ করায় ফাটল তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, মসজিদের মূল অংশের পাইলিং ঠিক থাকলেও পেছনের অংশে ঠিকভাবে পাইলিং না করার কারণে দেয়াল দেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে।

মসজিদের সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন বলেন, আমি এখানে মাত্র সপ্তাহখানেক আগে যোগদান করেছি, তাই ব্যাপারে গণপূর্তের ইঞ্জিনিয়ার স্যারই ভালো বলতে পারবেন।

ব্যাপারে ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫