শেয়ার লেনদেন স্থগিতের মেয়াদ বাড়ল বেক্সিমকো সিনথেটিকসের

প্রকাশ: মার্চ ০৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আরো ১৫ দিনের জন্য পুঁজিবাজারে শেয়ার লেনদেন স্থগিত থাকবে বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের। আগামীকাল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। নিয়ে এগারো দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হলো।

পুঁজিবাজার থেকে স্বেচ্ছায় তালিকাভুক্তি প্রত্যাহারের জন্য গত বছর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছিল ওষুধ রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির আবেদন গ্রহণ করে গত বছরের সেপ্টেম্বর থেকে এর শেয়ার লেনদেন স্থগিত রাখার জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে বেক্সিমকো সিনথেটিকস শেয়ারহোল্ডারদের জানায়, ড্রন টেক্সচারড ইয়ার্ন (ডিটিওআই) নামে এক ধরনের পলিয়েস্টার সুতা উৎপাদন বিক্রির জন্য কোম্পানিটি ১৯৯০ সালের ১৮ জুলাই যৌথ মূলধনি কোম্পানি ফার্মসমূহের পরিদপ্তর- পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। ১৯৯৩ সালের নভেম্বর যথাক্রমে ডিএসই সিএসই তালিকাভুক্ত হয় কোম্পানিটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫