সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: মার্চ ০৪, ২০২১

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাভার সেনানিবাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতা শুরু হয়। সেনাবাহিনীর সব ফরমেশনসহ লজিস্টিকস এরিয়া চারটি স্বতন্ত্র ব্রিগেডের ১৫টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় ১৩ জন নারী সেনাসদস্যসহ মোট প্রতিযোগী ছিল ২০০ জন।

প্রতিযোগিতায় সপ্তম পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন দল রানারআপ হয়। এতে ২৪ পদাতিক ডিভিশন দলের সার্জেন্ট আব্দুল্লাহেল বাকী শ্রেষ্ঠ ফায়ারার সপ্তম পদাতিক ডিভিশন দলের করপোরাল মো. জামাল খান দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫