২০ মার্চ ‘মিস ইউনিভার্স ২০২০’-এর চূড়ান্ত প্রতিযোগিতা

প্রকাশ: মার্চ ০৪, ২০২১

ফিচার প্রতিবেদক

গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা হয় ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স ২০২০ বাংলাদেশ পর্বের কার্যক্রম। এরই মধ্যে সেরা ২০ জন সুন্দরী বাছাই শেষে তাদের গ্রুমিং চলছে। ২০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।

চূড়ান্ত পর্বের বিচারকদের মধ্যে এবার থাকছেন মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। সম্প্রতি গ্রুমিং সেশনে প্রতিযোগীদের আত্মবিশ্বাস বাড়াতে হাজির হন তারকা। সময় দেন সেরা ২০ সুন্দরীকে। গ্রুমিং সেশনে আরো যোগ দেন সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা।

প্রাথমিক বিচারক হিসেবে প্রিয়তা ইফতেখার (মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮) যাদের নির্বাচন করেন সেই টপ ২০ জন আরেকবার গাইড হিসেবে তাকে কাছে পান। প্রিয়তা ইফতেখার গ্রুমিং পর্বে প্রতিযোগীদের সঙ্গে বেশকিছু বিষয় নিয়ে কথা বলেন। ভবিষ্যতেও যারা ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদের এখন থেকে তৈরি হতে বলেন।

আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২০ প্রতিযোগিতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর মুকুট বিজয়ী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫