এমারাল্ড অয়েলে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

প্রকাশ: মার্চ ০৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তারা হলেন, বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক, বিআইবিএমের প্রশান্ত কুমার ব্যানার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার সজীব হোসেন এবং ঢাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক . সন্তোষ কুমার দেব। তাদের মধ্যে মোহাম্মদ শহিদুল হককে কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বিএসইসি।

ডিএসইতে গতকাল এমারাল্ড অয়েলের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর টাকা থেকে ১৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

২০১৪ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫