মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পাড়ির চেষ্টাকালে আটক ২১

প্রকাশ: মার্চ ০৩, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর খোসালপুর ও শ্যামকুড় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ২১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় একাশিপাড়া মাঠের ভিতর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আপন মল্লিকের ছেলে সামিরুল মল্লিক (২৬), সামিরুল মল্লিকের কন্যা পিংকি বেগম (১৯), মৃত মালেক খাঁনের স্ত্রী শুবুরুন বেগম (৭০) ও তার শিশু কন্যা মোছা. হাসিবা (৫), একই থানার পেয়ুলী গ্রামের মিন্টুর স্ত্রী রুপমা খাতুন (৩০) তার শিশু কন্যা মিনা খাতুন (৭) ও দেড় বছর বয়সী শিশু পুত্র হাসান। 

অন্যদিকে খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর রাস্তার উপর থেকে ৯ জন পুরুষ ও ৩ জন নারীকে আটক করে। এছাড়া পাড়াপাড়ে সহায়তাকারী দালাল মহেশপুর থানার বেগমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন আলীকে (২৪) আটক করে। 

মহেশপুর অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পৃথক পৃথক মামলা হয়েছে। বুধবার সকালে তদের আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫