সঙ্গীত শিল্পী জানে আলম মারা গেছেন

প্রকাশ: মার্চ ০৩, ২০২১

বণিক বার্তা অনলাইন

আশির দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জানে আলম মারা গেছেন (ইন্না...রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার ঘনিষ্টজন সংগীত প্রযোজনা সংস্থা লেজার ভিশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জানে আলম করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা থেকে সুস্থ হলেও তার অসুস্থতা নিউমোনিয়ার দিকে চলে যায়। অবস্থার অবনতি হলে তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি, রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

‘স্কুল খুইলাছেরে মওলা’, ‘একটি গন্ধমেরও লাগিয়া’সহ আধ্যাত্মিক-পল্লী ঘরানার আধুনিক ধাঁচের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। তার প্রথম অ্যালবাম ‘বনমালী’। তিনি পপশিল্পী আজম খানের স্নেহধন্য ছিলেন। তার গাওয়া গানের সংখ্যা প্রায় চার হাজার। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫