প্রায় এক বছর পর খুলল যুক্তরাষ্ট্রের ২৭০টি অ্যাপল স্টোর

প্রকাশ: মার্চ ০৩, ২০২১

বণিক বার্তা ডেস্ক

প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্রে ২৭০টি রিটেইল স্টোর চালু করেছে অ্যাপল। করোনা মহামারীতে গত বছর ১৩ মার্চ দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। খবর বিজনেস ইনসাইডার।

প্রযুক্তিবিষয়ক পোর্টাল নাইনটুফাইভম্যাকের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অ্যাপল স্টোরগুলো পুনরায় চালু করা হয়েছে। টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল নিশ্চিত করেছে যে, এখন থেকে গ্রাহকরা চাইলে এসব স্টোরে সরাসরি উপস্থিত হয়ে কিংবা অনলাইনে অর্ডারের মাধ্যমে ঘরে বসেও পণ্য সংগ্রহ করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের বাইরে শুধু ফ্রান্স ব্রাজিলেই এক ডজনেরও বেশি স্টোর এখনো বন্ধ রয়েছে।

গত সোমবার এক খবরে জানানো হয়েছে, মেক্সিকোতে অ্যাপলের স্টোর মঙ্গলবার খোলার জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এক বছর আগে করোনা মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুরু করলে অ্যাপলের সিইও টিম কুক ঘোষণা দিয়েছিলেন, চীনের বাইরে অ্যাপলের সব খুচরা দোকান বন্ধ থাকবে। তিনি সেসময় মহামারী শুরুর দিকে এক দাপ্তরিক নির্দেশে বলেছিলেন, আমরা চীনের বাইরে বিশ্বব্যাপী আমাদের কর্মীদের জন্য কর্মক্ষেত্রের নিয়মগুলো নমনীয় করে দিচ্ছি। পরে করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকলে ১৭ মার্চ চীনের বাইরের দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫