হোয়াটসঅ্যাপ নিয়ে অবস্থান জানাতে সময় চেয়েছে ভারত সরকার

প্রকাশ: মার্চ ০৩, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ফেসবুকের মালিকানাধীন ক্রস-প্লাটফর্ম মেসেজিং ভয়েস ওভার আইপি সেবা হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতিমালা সংক্রান্ত মামলার বিষয়ে সময় চেয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে মামলার শুনানি স্থগিত করেছেন দিল্লির হাইকোর্ট। আগামী ১৫ মে থেকে বিতর্কিত নীতিমালা কার্যকর করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। খবর লাইভমিন্ট।

ইস্যুতে পরবর্তী শুনানির দিন ১৯ এপ্রিল ধার্য করেছেন আদালত। বিচারপতি সঞ্জিব সাচদেবের একক বেঞ্চ সময়ের মধ্যে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রতিবেদন জমা দিতে বলেছে। মূলত সরকারের পক্ষ থেকে সময় চাওয়ার কারণেই শুনানির তারিখ পিছিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কীর্তিমান সিংহ বলেন, সরকার বিষয়টি নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট করতে চাচ্ছে। বিষয়টি নিয়ে আরো ভেবে দেখা হবে। এটিকে বিবেচনা করার জন্য তাদের আরো সময়ের প্রয়োজন। হোয়াটসঅ্যাপের হালনাগাদ নীতিমালা নিয়ে এরই মধ্যে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫