প্রেক্ষাগৃহে আসছে দেশের প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’

প্রকাশ: মার্চ ০৩, ২০২১

ফিচার প্রতিবেদক

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত লেখক-চিন্তাবিদ আহমদ ছফার উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে চলচ্চিত্র অলাতচক্র হাবিবুর রহমান পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসতে চলেছে। অলাতচক্র বাংলা ভাষায় তৈরি প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি। বিষয়টি ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা ছবির অন্যতম অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির অফিসিয়াল পোস্টার উন্মোচিত হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশী লেখক দানিয়েল ক্যান্সারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপড়েন এবং মুক্তিযুদ্ধে বিভিন্ন দিক চিত্রায়িত হয়েছে অলাতচক্র চলচ্চিত্রে।

অলাতচক্র উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশ হয়। ২০১৯ সালে শুরু হয় চলচ্চিত্রের কাজ। ওই বছরের শেষ দিকে ছবির কাজ সম্পন্ন হয়।

অলাতচক্র ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম, মাহতাব হাসান প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫