মডার্নায় ১০০ কোটি ডলারের শেয়ার বিক্রি অ্যাস্ট্রাজেনেকার

প্রকাশ: মার্চ ০২, ২০২১

যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ জায়ান্ট মডার্নায় নিজেদের দশমিক শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে মডার্নার শেয়ারদর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের শেয়ারদর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। উভয়ের মধ্যে কখন সমঝোতা হয়েছে বা কখন শেয়ার বেচাকেনা হয়েছে, বিষয়ে স্পষ্ট জানা যায়নি। অন্যান্য রোগব্যাধি নিয়ে গবেষণায় মডার্নার সঙ্গে থাকবে অ্যাস্ট্রাজেনেকা। এমনকি করোনা মহামারী যদি দীর্ঘায়িত হয় তাহলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মডার্নার কাছে বিক্রি করে দিতে পারে তারা। রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫