মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যায় সহপাঠীর মৃত্যুদণ্ড

প্রকাশ: মার্চ ০১, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্কুলছাত্র রাকিব হোসেন হত্যা মামলায় শাকিল আহম্মেদ মিঠু নামের অন্য সহপাঠীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির উপস্থিতিতে রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিঠু মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলি এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে বান্দুটিয়া আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। দোষী প্রমাণিত না হওয়ায় মামলার অন্য চার আসামি সবুজ মিয়া, মোহাম্মদ রকি, মোহাম্মদ আহাদ জনি মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সরকারের পক্ষের আইনজীবী আব্দুস সালাম জানান, প্রেমঘটিত কারণে ২০১৮ সালের ২৭ মার্চ মোবাইল ফোনের মাধ্যমে রাকিবকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে মিঠু। খবর পেয়ে রাকিবের মা স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় ২৯ মার্চ নিহতের বাবা মো. খলিলুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি শাকিলকে পরের দিন শিবালয় থেকে গ্রেফতার করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫