মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বড় অংকের লোকসান

প্রকাশ: মার্চ ০১, ২০২১

বণিক বার্তা ডেস্ক

গত বছর হাজার ৩০০ কোটি ডলার লোকসান গুনেছে মেক্সিকোর রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি জায়ান্ট পেমেক্স। করোনা মহামারীতে জ্বালানি তেলের চাহিদা কমায় লোকসানে পড়েছে কোম্পানিটি। খবর এএফপি।

গত শুক্রবার এক বিবৃতিতে পেমেক্স জানায়, গত বছর বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে। গত বছর পেমেক্সের লোকসান হয়েছে ৪৮ হাজার ১০০ কোটি পেসো, যা ২০১৯ সালের তুলনায় বেড়েছে ৩৮ শতাংশ। অবশ্য ২০২০ সালের দ্বিতীয়ার্ধে মুনাফায় ফিরেছিল লাতিন আমেরিকার জ্বালানি জায়ান্টটি। গত বছরের চতুর্থ প্রান্তিকে পেমেক্সের মুনাফা হয়েছে ১২ হাজার ৪২০ কোটি পেসো বা ৫৯০ কোটি ডলার।

গত বছর কোম্পানিটির মোট আয় ৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩৭০ কোটি পেসো।

উত্তোলন কমানোর পাশাপাশি নগদ বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছেন দেশটির বামপন্থী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর।  পেমেক্স বলছে, গত বছর তাদের ঋণের পরিমাণ ২০১৯ সালের তুলনায় ১৩ দশমিক শতাংশ বেড়ে ১১ হাজার ৩২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫