বাংলা ব্রাউজার দুরন্তর যাত্রা

প্রকাশ: মার্চ ০১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার দুরন্ত আনুষ্ঠানিক যাত্রা করেছে। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস সেলফোন অপারেটর রবি মিলে ব্রাউজারটি এনেছে।

গতকাল উভয় প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুরন্ত হলো বাংলা ভাষাভিত্তিক প্রথম বাংলাদেশী ব্রাউজার। যেখানে বিশ্বের খ্যাতনামা সব ব্রাউজারের সেরা ফিচারগুলো পাওয়া যাবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রয়োজনীয় সেবাগুলোর লিংক ব্রাউজারে খুঁজলেই পাওয়া যাবে। এর পাশাপাশি দুরন্ত ব্রাউজারে লাইভ টিভি, ভিডিও, অডিও গান, এফএম রেডিও, খেলাধুলা এবং তথ্য বিনোদনমূলক নানা ধরনের কনটেন্ট রয়েছে। ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলো এটি খুব কম ডাটা ব্যবহার করে চালানো যায়। অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যায় এবং দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দেয়। প্রচলিত অন্যসব ব্রাউজারের মতো এতেও আছে প্রাইভেট ব্রাউজিংয়ের সুবিধা, যাকে ইনকোগনিটো মোডও বলা হয়। মোড ব্যবহারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় কোনো পক্ষ নিতে পারবে না। দুরন্ত ব্যবহারকারীরা ইন-পেজ সার্চিং, অফলাইন ইউজ, অফলাইন ভিডিও/ইমেজ সেভ, ডাটা সেভিং শেয়ারিংয়ের সুবিধা পাবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫