মিয়ানমারে রক্তাক্ত দিন: পুলিশের গুলিতে নিহত অন্তত ১৮

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১

বণিক বার্তা অনলাইন

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের এলোপাতারি গুলিতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর রোববারকে ভয়াবহতম রক্তাক্ত দিন বলে আখ্যায়িত করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইয়াঙ্গুন, দাওয়েই এবং মান্দালাইয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বহু হতাহতের ঘটনা ঘটেছে।

জাতিসংঘের হিসাবে, গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। 

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে।  এরপর রাস্তায় নেমে আসেন সাধারণ নাগরিকরা।  নিরাপত্তা বাহিনীর দমন নির্যাতনও চলছে। গতকাল শনিবার থেকে কঠোর অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। 

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়ে পালাচ্ছেন বিক্ষোভকারীরা।  রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। একাধিক রক্তাক্ত দেহ রাস্তা থেকে সরিয়ে নিতে দেখা যাচ্ছে।

আজ পুলিশের অভিযান আরো জোরদার করা হয়েছে।  সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের বিক্ষোভ যেকোনো মূল্যে দমন করার পথেই এগোচ্ছে।

সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫