বারকেনস্টক অধিগ্রহণ করল লুই ভিতো

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

জার্মান জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বারকেনস্টককে অধিগ্রহণ করেছে লুই ভিতো (এলভিএমএইচ) ৪০০ কোটি ইউরোর বিনিময়ে প্রতিষ্ঠানটির মালিকানা পেয়েছে ফ্রান্সের বিলাসবহুল পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। মূলত লুই ভিতোর সহযোগী প্রতিষ্ঠান ফিন্যান্সিয়ারে আগাচে এবং এল ক্যাটারটন প্রতিষ্ঠানটির অধিকাংশ শেয়ার ক্রয় করেছে। তবে ক্রয়কৃত শেয়ারের মূল্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটির পরিমাণ ৩৫০ কোটি পাউন্ড। খবর গার্ডিয়ান।

সিভিসি ক্যাপিটাল পার্টনার নামে একটি প্রাইভেট ইকুইটি গ্রুপকে নিলামে হারিয়ে বিরকেনস্টকের মালিকানা নেয় লুই ভিতো। বারকেনস্টক জানায়, এই বিনিয়োগ প্রতিষ্ঠানটিকে চীন ভারতে সম্প্রসারণে সাহায্য করবে। পাশাপাশি তাদের ওয়েবসাইট উন্নতিকরণ জার্মানিতে তাদের মূল কারখানা বৃদ্ধিতেও সাহায্য করবে।

বারকেনস্টকের বর্তমান কর্ণধার ক্রিশ্চিয়ান অ্যালেক্স বারকেনস্টক বলেন, আগামী ২৫০ বছরের জন্য আমাদের এমন অংশীদার দরকার ছিল। যাতে আমরা একই পদ্ধতি দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারি। ফিন্যান্সিয়ারে আগাচে এল ক্যাটারটনের মাঝে আমরা তেমনটা দেখেছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫