ইউনাইটেড ট্রাস্ট ও সিমেড হেলথের মধ্যে চুক্তি

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২১

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণালব্ধ বাণিজ্যিক প্রতিষ্ঠান সিমেড হেলথ এবং ইউনাইটেড ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বাড্ডায় ইউনাইটেড হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনাইটেড ট্রাস্টের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের উপস্থিতিতে নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এজেএম ফজলুর রহমান (অব.) এবং সিমেড হেলথের প্রতিষ্ঠাতা অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনাইটেড ট্রাস্টের জেনারেল ম্যানেজার মেজর জুনায়েদ আহমেদ (অব.), মেডিকেল কনসালট্যান্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিমেড হেলথের সহকারী প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. মনজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫