বান্দরবানে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর জব্দ

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর পাথর ভাঙার দুটি মেশিন জব্দ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে ইউনিয়নের নং ওয়ার্ডের হ্লাপাইগয়পাড়া এলাকায় এসব পাথর জব্দ করেন রোয়াংছড়ির ইউএনও।

উপজেলা প্রশাসন স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের নং ওয়ার্ডের হ্লাপাইগয়পাড়া এলাকার ম্রখ্যং ঝিরি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল একটি চক্র। চক্রের মূল হোতা রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ভুসঞ্জয় তঞ্চঙ্গ্যা বান্দরবানের আশরাফ।

অবৈধভাবে পাথর উত্তোলন সরবরাহের বিষয়টি স্বীকার করে ভুসঞ্জয় তঞ্চঙ্গ্যা বলেন, আমরা কোনো কিছুর ক্ষতি না করেই পাথর উত্তোলন করছি।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ বণিক বার্তাকে বলেন, পাথর উত্তোলন ভাঙার কাজে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। জব্দ করা পাথর দুটি মেশিন স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫