অক্টোবর পর্যন্ত কান্তাসের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২১

বণিক বার্তা ডেস্ক

২০২০ সালের দ্বিতীয়ার্ধে ৫৫০ কোটি ডলারের আয় হ্রাসের কথা জানিয়েছে কান্তাস এয়ারওয়েজ লিমিটেড। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, মহামারী শিল্পে ধ্বংসাত্মক প্রভাব চালিয়ে যাওয়ায় আগামী অক্টোবরের আগে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে না। খবর এএফপি।

দেশটির বৃহত্তম এয়ারলাইনস বলেছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে করপূর্ব লোকসানের পরিমাণ ৮১ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। পাশাপাশি আইনি লোকসানের পরিমাণ ১১৭ কোটি ডলারে পৌঁছেছে।

কান্তাসের প্রধান নির্বাহী অ্যালান জয়েস বলেন, পরিসংখ্যানগুলো খুব কঠিন। তবে এখন আর বিষয়টি আশ্চর্যজনক নয়। এক বছর আগে আমরা কেউই জানতাম না, কভিড-১৯ বিশ্ব কিংবা উড়োজাহাজ শিল্পে কত বড় প্রভাব ফেলবে। এটি যে কারো প্রত্যাশার চেয়েও ভয়াবহ। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক ফ্লাইট শতভাগ এবং অভ্যন্তরীণ ফ্লাইট ৭০ শতাংশ কমে গিয়েছিল। ফলে আমরা আমাদের আয়ের তিন-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ৫৫০ কোটি ডলার হারিয়েছি।

জয়েস উল্লেখ করেন, সংস্থাটি এরই মধ্যে ২০২০ সালের প্রথমার্ধে ৩১৯ কোটি ডলার আয় কমতে দেখেছিল। মহামারীটির পুরো প্রভাবে প্রায় ৮৭৭ কোটি ডলার আয় হারিয়েছে কান্তাস। এটি একটি বিশাল সংখ্যা।

নভেল করোনাভাইরাস মহামারীতে ভ্রমণ কমে যাওয়ায় গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে কান্তাস ১৯০ কোটি ডলার লোকসানের কথা জানিয়েছিল। জয়েস বলেন, সংকটের কারণে মোট হাজার ৫০০ কর্মী চাকরি হারাবেন এবং আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় চালু না হওয়া পর্যন্ত আরো হাজার ৫০০ কর্মীর চাকরি স্থগিত থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫