এইচএসবিসি, সেরাই ও বিকেএমইএর ওয়েবিনার

পোশাক রফতানি বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১

চলতি বছরে দেশের তৈরি পোশাকের রফতানি কীভাবে বাড়ানো সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবেলা করা যায়, সে আলোচনার বিষয়ে একমত হয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি), সেরাই লিমিটেড নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সম্প্রতি আয়োজিত এক ভার্চুয়াল ওয়েবিনারে বিষয়ে একমত পোষণ করেন সংশ্লিষ্টরা।

ওয়েবিনারে বাংলাদেশের পোশাক খাত, বৈশ্বিক ক্রেতা-বিক্রেতাসহ আয়োজক প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা অংশ নেন। এতে অন্যতম আলোচক হিসেবে অংশ নেন সেরাই লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক রামাচন্দ্রন, এইচএসবিসি বাংলাদেশের হোলসেল ব্যাংকিংয়ের কান্ট্রি হেড কেভিন গ্রিন, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫