সাত কলেজের পরীক্ষা চালিয়ে নেয়ার ঘোষণা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের পরীক্ষা গ্রহণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাত কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির এক অনলাইন বৈঠকে গতকাল সিদ্ধান্ত নেয়া হয়।

অনলাইন বৈঠক বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষার্থীরা হোস্টেলে উঠতে পারবেন না। আর বিশ্ববিদ্যালয়গুলোয় আগামী ২৪ মে থেকে পাঠদান শুরু হবে। হল খুলে দেয়া হবে ১৭ মে। আশা করছি আমরা এর আগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে পারব।

সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পরীক্ষা চলমান থাকবে। সময় আবাসিক ছাত্রাবাস খোলা হবে না। আজকের (গতকাল) চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী মার্চ অনুষ্ঠিত হবে। আগামীকালের (আজকের) তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ।

এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের চলমানসহ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ঘোষণার পর মঙ্গলবার রাত ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পরে রাত সোয়া ১০টার দিকে তারা চলে যান। এরপর গতকাল সকালে পুনরায় রাজধানীর নীলক্ষেত মোড়ে দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

সকাল ৯টা থেকে নীলক্ষেত মোড়ে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নেন। কারণে নিউমার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  পুলিশ শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ার খবর জানালে বিকালের দিকে তারা রাস্তা ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ সরকারি তিতুমীর কলেজ। কলেজগুলোয় মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫