সোনালী লাইফের আইপিওর চাঁদা গ্রহণ মে মাসে

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ আগামী মে মাসে সম্পন্ন হবে। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৬৩তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মে মাসে আইপিওর চাঁদা গ্রহণের অনুমতি চেয়ে আবেদন করেছিল সোনালী লাইফ ইন্স্যুরেন্স। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে সে সময়েই চাঁদা গ্রহণের তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে মার্চে সময়সীমা নির্ধারণের কথা জানানো হয়েছিল।

বিএসইসির ৭৫২তম কমিশন সভায় আইপিওর অনুমোদন পায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারবাজারে কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি টাকা উত্তোলন করবে তারা। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, হিসাব বছর শেষে কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের জন্য কোম্পানিটি কোনো সম্পদ পুনর্মূল্যায়ন করেনি। এছাড়া ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির জীবন বিমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ শুরুর দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫