নীলক্ষেতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২১

পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বুধবার সকাল ৯টার দিকে সড়ক অবরোধে নিউ মার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।

গত সোমবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। আর এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় সাত কলেজের সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার পর তারা সেখান থেকে ফিরে গেলেও আজ সকাল থেকে ফের বিক্ষোভ শুরু করেন তারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫