টিকার দ্বিতীয় ডোজ ৭ এপ্রিল থেকে —স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আগামী এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনা প্রতিরোধের টিকার প্রথম ডোজ গ্রহণের আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ গ্রহণের কথা বলা হয়েছে। সারা দেশে ফেব্রুয়ারি একযোগে টিকাদান করা হয়েছে। সে অনুযায়ী আগামী এপ্রিল দেশব্যাপী দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হবে।

গতকাল দুপুর পর্যন্ত দেশে ৩৬ লাখ ৪৩ হাজার ২৫৯ জন টিকাপ্রত্যাশী নিবন্ধন করেছেন উল্লেখ করে জাহিদ মালেক জানান, রাশিয়াসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে টিকা দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫