গ্রাহকের টাকা আত্মসাৎ

সিলেটে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

গ্রাহকের পৌনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) বিয়ানীবাজার উপজেলা শাখার ব্যবস্থাপক শাহাদত আবেদীন সিরাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা করেন।

অভিযুক্ত ওই ব্যাংক কর্মকর্তা বর্তমানে কারাগারে। টাকা আত্মসাতের অভিযোগে ১৬ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। শাহাদত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের মৃত শওকত আলী সিরাজীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গ্রাহককে না জানিয়ে ঋণ তৈরি স্বাক্ষর জাল করে কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা আত্মসাৎ করেন মো. শাহাদত আবেদীন সিরাজী। শাহাদত ইউসিবিএল বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাকালীন ২০১৯ সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে একাধিক গ্রাহকের অজ্ঞাতসারে এফডিআরের বিপরীতে উল্লেখিত ঋণ তৈরি করে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাৎ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫