মেগাসিটিতে বাড়ির উচ্চমূল্য চিন্তায় ফেলছে চীনা নীতিনির্ধারকদের

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২১

বণিক বার্তা ডেস্ক

সরকারের বেশ কয়েকটি পদক্ষেপের পরও জানুয়ারি থেকেই চীনের মেগাসিটিগুলোতে ক্রমবর্ধমান নতুন বাড়ির মূল্য। ফলে আর্থিক ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নীতিনির্ধারকদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে। খবর রয়টার্স।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, প্রতি বছরের তুলনায় এবারে প্রতিটি নতুন বাড়ির মূল্য বৃদ্ধি পেয়েছে দশমিক শতাংশ। গত ডিসেম্বরে তা বেড়েছিল দশমিক শতাংশ। ধারাবাহিকতায় বিগত মাসের তুলনায় জানুয়ারিতে প্রতিটি নতুন বাড়ির মূল্য গড় শূন্য দশমিক শতাংশ হারে বৃদ্ধি পায়, যা ডিসেম্বরে শূন্য দশমিক শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছিল।

ব্যুরো জানায়, ডিসেম্বরে ক্রমবর্ধমান বাড়ির মূল্য তালিকায় থাকা ৪২টি শহরের সংখ্যা জানুয়ারিতে বৃদ্ধি পেয়ে ৫৩-তে পৌঁছেছে।

মূলত অভিজাত শহরগুলোতেই ক্রমবর্ধমান মূল্যের প্রভাব বেশি পড়ছে। বেইজিং, সাংহাই, গুয়ানজু শেনজেন শহরে গত মাসের তুলনায় নতুন বাড়ির মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক শতাংশ। অন্যদিকে, ব্যবহূত বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে দশমিক শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫