ইতালিতে প্রবাসী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে দূতাবাস

প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ইতালিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে সম্ভাব্য উদ্যোক্তা বিনিয়োগকারীদের ভার্চুয়াল প্রশিক্ষণ দেয়ার কর্মসূচি দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর সহযোগিতায় উদ্যোগ নেয়া হয়েছে।

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতালিতে বসবাসরত অনাবাসী প্রবাসী বাংলাদেশের মধ্যে যারা সম্ভাব্য উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে ব্যবসায়িক প্রশিক্ষণ দেয়া হবে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এসব প্রবাসীর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বাণিজ্য লাইসেন্স নেয়ার প্রক্রিয়া, কোম্পানির নিবন্ধন, ব্যবসায়িক কৌশল, বিনিয়োগের স্থান নির্বাচন, হিসাব-নিকাশ, ব্যবসা সম্প্রসারণের প্রক্রিয়াসহ ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেয়া হবে।

প্রশিক্ষণে অনাবাসী প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনা প্যাকেজ সম্পর্কেও ধারণা দেয়া হবে। এছাড়া বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থা ব্যবসায়িক সমিতির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুবিধা পাবেন এসব উদ্যোক্তা বা বিনিয়োগকারী।

বিষয়ে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, প্রবাসীরা রেমিট্যান্স বা দেশে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। তবে কিছু ক্ষেত্রে এসব প্রবাসী দেশে বিনিয়োগের বিষয়ে সঠিক ধারণা না পেয়ে ভুল জায়গায় বিনিয়োগ করে প্রতারিত বা ক্ষতির সম্মুখীন হন। এজন্য মুজিব বর্ষে আমরা প্রবাসী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি।

প্রসঙ্গত, ইতালি থেকে ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৫ কোটি ৭৮ লাখ ডলার। দেশের শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় ইতালির অবস্থান নবম। ইতালিতে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশীর উল্লেখযোগ্য অংশ ক্ষুদ্র ব্যবসায় যুক্ত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫