যত দ্রুত সম্ভব সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রথম ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড প্রদান রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের করোনাভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম চলছে। এর পর পরই আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এর পর পরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আর বাধা থাকছে না।

তিনি আরো বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন ধরে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখতে হয়েছে। অচিরেই এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য . হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর . কাজী শহীদুল্লাহ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫