রাশিয়া থেকে ‘স্পুটনিক-৫’ আমদানির অনুমতি

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাশিয়ায় প্রস্তুতকৃত স্পুটনিক- টিকা দেশে আমদানি করার অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তিনটি শর্তের সাপেক্ষে গতকাল অনুমতি দেয়া হয় বলে অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের রুশ, বেলারুশ ইউক্রেনীয় কর্মীদের ওপর প্রয়োগের জন্য টিকা আমদানিতে অনাপত্তি সনদ দিয়ে গতকাল চিঠি দিয়েছে অধিদপ্তর। এতে টিকার দুই দফায় প্রয়োগের জন্য মোট এক হাজার ডোজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত অনাপত্তিসূচক সনদে বলা হয়, আমদানীকৃত টিকা শুধু পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের অধীন রুশ, বেলারুশ ইউক্রেনীয় নাগরিকদের ওপর প্রয়োগ করা যাবে। অনাপত্তিপত্র দেয়ার দিন (গতকাল) থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত অনুমতি বলবৎ থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫