মাসওয়া এগ্রোর উদ্যোগে রফতানি হচ্ছে কৃষিপণ্য

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বগুড়ার বাঁধাকপি এখন রফতানি হচ্ছে ছয়টি দেশে। রফতানিতে ভূমিকা রাখছে দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মাসওয়া এগ্রো লিমিটেড।

বিষয়ে মাসওয়া এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আজাদ প্রিন্স বলেন, বিদেশী বায়ারদের আগ্রহ দেখে ঝুঁকি নিয়েই বগুড়ার বাঁধাকপি রফতানি শুরু করেছি। ২০১৬ সাল থেকে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরব আমিরাতে আলু, মিষ্টি কুমড়া বাঁধাকপি রফতানি করছি। গত ডিসেম্বর থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া বাঁধাকপি রফতানি শুরু করেছি। এখন পর্যন্ত আমরা ১৪০০ টন বাঁধাকপি রফতানি করেছি।

তিনি আরো জানান, পর্যাপ্ত প্রিকুলিং ব্যবস্থা না থাকায় এবং পণ্য পরিবহনে দীর্ঘ সময় লাগার কারণে রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে রফতানি আরো বাড়ানো সম্ভব হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫