কিশোর গ্যাং : দর্শনার্থীদের নিরাপত্তায় হাতিরঝিলে অতিরিক্ত পুলিশ

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

একদল কিশোর দীর্ঘদিন ধরে হাতিরঝিলে আসা দর্শনার্থীদের নানা ভাবে হয়রানি করে আসছিল। এধরনের হয়রানি প্রতিরোধে হাতিরঝিলে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বণিক বার্তাকে বলেন, দশনার্থীদের জন্য হাতিরঝিল স্বস্তিদায়ক করার লক্ষ্যে বুধবার থেকে সেখানে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

পুলিশ সদর দপ্তর জানায়, হাতিরঝিলে বেড়াতে গিয়ে একদল কিশোরের হয়রানির মুখে পড়ার কথা জানিয়ে তাদের ফেসবুক পেজে সম্প্রতি বেশ কয়েকজন দশনার্থী অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে হাতিরঝিল থানাকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হলে মঙ্গলবার রাতে তারা ১৬ কিশোরকে আটক করে। পরে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫