ইভিএম মেশিন ভাংচুরের অভিযোগে বিএনপি কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইভিএম মেশিন ভাংচুরের ঘটনায় বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালুকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে পাথরঘাটা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ইসমাইল বালু এই ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন। এ সময় তিনটি ইভিএম মেশিন ভাংচুর হয়েছে বলে জানা গেছে।

নগরীর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান বণিক বার্তাকে বলেন, নগরীর পাথরঘাটার এলাকার সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম মেশিন ভাংচুর চালান বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালুর সমর্থকরা। 

পরে পুলিশ বালুকে আটক করে ইভিএম ভাংচুরের মামলায় গ্রেফতার দেখায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫