ভোট বর্জনের ঘোষণা বিএনপি সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি। ভোট শুরুর পর পোলিং এজেন্টসহ নেতা-কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও হামলার প্রতিবাদে এই ঘোষণা দেন তিনি। 

চসিকের ১৪, ১৫ ও ২১ সংরক্ষিত আসনে মনোয়ারা বেগম মনির প্রতিপক্ষ আওয়ামী লীগের আনজুমান আরা। বিএনপি সমর্থিত প্রার্থী মনি লালখান বাজার মোড়ে অভিযোগ করেন, 'আমি নিজে ভোট দিতে কেন্দ্রে যেতে পারিনি বাধার কারণে। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আমার উপর হামলা চালিয়েছে। ৩৪০ জন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করছি।'

লালখান বাজার এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকেই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ১২টার  দিকে মো. শাহজাহান নামে এক প্রার্থীর সমর্থক ছুরিকাঘাতে আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ এম মোস্তাক আহমেদ বলেন, 'আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিভিন্ন ভোটকেন্দ্রে হামলার ঘটনার পর পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ চলছে।'


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫